• ঢাকা
  • রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

ফেসবুকে ভাইরাল বংশিকুন্ডায় মাদকের ছড়াছড়ি


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৪, ১:২৩ অপরাহ্ন / ১৮
ফেসবুকে ভাইরাল বংশিকুন্ডায় মাদকের ছড়াছড়ি

এম এ মান্নান, মধ্যনগর,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের বংশিকুন্ডা বাজারে মাদকের ছড়াছড়ি,একাধিক ফেসবুকে ভাইরাল করেছে মাদক বিরোধী কয়েকজন। গত ৫ অক্টোবর শনিবার বিকেলে, চার পাঁচ জনের মাদক সেবনের ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করেছেন। এবং মাদকে জড়িত গডফাদার সহ উল্লেখ্য ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে, রামীমুল ইসলাম, হাসান আরমান,এমডি কামাল হাসান এর আইডি থেকে, মাদক সেবনের ভিডিও ভাইরাল করেছে । এতে উল্লেখ করা হয়েছে,সাবেক উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মানিক সরকার তার নিজ দোকান ঘরের পিছনে মাদক সেবন করতে বসেন আরও কয়েকজন সঙ্গী সহ। এরমধ্যে বংশিকুন্ডা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,

দাতিয়াপাড়া লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়পুর গ্রামের সুমন মিয়া, সাতুর গ্রামের আঃ হক মিয়া সহ মাদক সেবনের ভিডিও ধারণ করা হয়েছে। এবিষয়ে এলাকায় মানিক সরকার ও জাকির হোসেন এর বিরুদ্ধে মাদক ব্যবসার অসংখ্য অভিযোগ উঠেছে। খুঁজ নিয়ে জানা যায়, অভিযোক্তরা এলাকায় প্রভাব খাটিয়ে দির্ঘদিন ধরে,মদ,গাঁজা, ইয়াবা সহ বিপুল পরিমাণে মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। এবিষয়ে বংশিকুন্ডা ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ শাহিবুল মিয়া বলেন, শনিবার বিকেলে মানিক সরকার এর দোকানে মাদক সেবন অবস্থায় তাদেরকে আমজনতা আটক করেন,এবং বাজার পরিচালনা কমিটির সভাপতি মাহফুজ ও সাধারণ সম্পাদক জুয়েল,বিচারের দায়িত্ব নিয়ে তাদেরকে ছেড়ে দেন। এছাড়াও বিষয়টি মধ্যনগর থানার ওসি কে অবগত করেছি। বাজার পরিচালনা কমিটির সভাপতি মাহফুজ কাওছার বলেন,মাদক সেবনকারী অভিযোক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। জনগণ মাদক সেবন অবস্থায় তাদের আটকে রাখে এবং এতে উশৃংখল পরিবেশ সৃষ্টি হয়,পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সাধারণ সম্পাদক এবি এম জুয়েল বলেন,মাদকের বিষয়টি সত্যি একটি পক্ষ তাদেরকে আটক করে মারধরের উপক্রম হলে,পরে তাদেরকে ছাড়িয়ে দেই।

এ ব্যাপারে মধ্যনগর থানার ওসি মোঃ সজীব রহমান বলেন,বিষয়টি আমি অবগত আছি আমি অচিরেই ব্যাবস্হা নিচ্ছি।