
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ ফতুল্লার চর কাশীপুর মিসবাহুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন মাদ্রাসার অন্যতম পরিচালক এবং জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং মাদ্রাসার অন্যতম পরিচালক সাংবাদিক মিজানুর রহমান মিজান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কার্যকরী সভাপতি ও সকালের সময় পত্রিকার সহ-সম্পাদক আবুল বাসার মজুমদার।
প্রধান আলোচ্য হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব এবং দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার মাসুদুর রহমান দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব এবং দৈনিক দিগন্ত প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: রাসেল সরকার।
ইফতারের আগে মোনাজাত ও দোয়া কেরাত পরিচালনা করেন মাওলানা শাহ্ জাহান। এতিমখানার মাদ্রাসার শিশুদের ইফতারের জন্য ছিল খেজুর, বেগুনি, ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, আপেল ও জুস খাবার ছিল কাচ্চি বিরিয়ানি। উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোঃ সোলাইমান মাদ্রাসা ছাত্র শিক্ষক ও সাধারণ মানুষের সম্মানে
মোনাজাতে মহান আল্লাহর রহমত চেয়ে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও উন্নতি কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :