নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ প্রেসক্লাব দুমকিতে ছাত্রলীগ যুবলীগের হামলা প্রেসক্লাব সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি রাকিবুল ইসলাম আহত। রবিবার ৪'জুলাই দুপরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে, কয়েকজনকে অটোথেকে নামিয়ে মারধর করার সময় সাংবাদিকরা ভিডিও করতে গেলে পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল আকন শ্রীরামপু ইউনিয়ন ছাএলীগের সভাপতি শাকিলের নেতৃত্বে প্রেসক্লাবে হামলা চালায়। সাংবাদিকদের মারধর করে আসবাবপত্র ভাংচুর করে। এসময় প্রেসক্লাব সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম আহত হয়। দৈনিক আলোকিত বাংলাদেশ এর প্রতিনিধি রাকিবুল কে সংবাদ সংগ্রহকালে পিটিয়ে আহত করে।