• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

প্রেসক্লাব কয়রার সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় ও এসিল্যান্ডের বিদায় সংবর্ধনা


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৪, ৪:২৭ অপরাহ্ন / ৪২
প্রেসক্লাব কয়রার সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় ও এসিল্যান্ডের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনাঃ খুলনার কয়রায় প্রেসক্লাব কয়রার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২ টায় প্রেসক্লাব কয়রার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি এম তারিক উজ জামানের পদোন্নতি জনিত বদলির কারণে প্রেসক্লাব কয়রার পক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় সম্বর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কয়রা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিএম তারিক উজ জামান কে খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রেসক্লাব কয়রার আহবায়ক দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি শেখ হারুন অর রশীদের সভাপতিত্বে এসময় আরও উপস্হিত ছিলেন, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কয়রা উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বক্স,কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা,প্রেসক্লাব কয়রার যুগ্ন আহবায়ক দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি শেখ সিরাজুদৌলা লিংকন,সদস্য সচিব দৈনিক খোলা কাগজের প্রতিনিধি কামাল হোসেন,সদস্য কোহিনুর আলম,বি এম আল আমিন,মোস্তফা রেজওয়ানুল করিম,আশিকুজ্জামান, ফরহাদ হোসেন প্রমুখ।

এ সময় বিদায়ী এসিল্যান্ড সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কয়রায় যতদিন থেকেছি সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমি যতটুকু পেরেছি, আমার ওপর ন্যাস্ত দায়িত্ব, যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। আমরা সরকারি কর্মচারীরা আইনের দ্বারা আবদ্ধ থাকি, চাইলেও অনেক জায়গায় অনেক কিছু করতে পারিনা, যথাসাধ্য চেষ্টা করেছি আইনের মধ্য থেকে সমস্যা সমাধান করার। আপনারা আমাকে শতভাগ সহযোগিতা করেছেন বলেই আমার কর্মজীবন সফলভাবে দায়িত্ব পালন করেছি। আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন।