• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন


প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২২, ১২:১১ অপরাহ্ন / ১৩৬
প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ২০১৪ সালের ৫ই জানুয়ারী নির্বাচনকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস উল্লেখ করে দিনটি উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন করছে বিএনপি। মানববন্ধনে জনতার ঢল নেমেছে। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপির এ মানববন্ধন রূপ নিয়েছে সমাবেশে। এতে অংশ নিয়েছেন দলটির হাজার হাজার নেতাকর্মী। বুধবার বেলা দশটায় সমাবেশে শুরু কথা থাকলেও এদিন সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন। ইতোমধ্যে হাজার হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন।

নেতাকর্মীদের হাতে কালো পতাকা দেখা যায়। এছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্বলিত নানা রকম ব্যানার ও ফেস্টুনও দেখা গেছে। এই কর্মসূচির কারণে জাতীয় প্রেসক্লাবের সামনে তীব্র যানজট তৈরি হয়েছে।

তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।এ মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।