• ঢাকা
  • সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুনী নিকি এখন পটুয়াখালীতে : বসছেন বিয়ের পিড়িতে


প্রকাশের সময় : মার্চ ২, ২০২৩, ১:০৮ পূর্বাহ্ন / ১৬
প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুনী নিকি এখন পটুয়াখালীতে : বসছেন বিয়ের পিড়িতে

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ যুগে যুগে প্রেমেরি জয়, এ কথাটা শুধু বাংলা সিনেমায় নয়, এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়ায় ইউনিয়নে।

সামাজিক যোগাযোগ এর মাধ্যমে ২০১৭ সালে বাউফলের ইমরান হোসেন (২৫) এর সঙ্গে পরিচয় ইন্দোনেশিয়ার তরুনী নিকি উল ফিয়ার। এরপরে প্রেম এখানেই শেষ নয় ২০১৭ সালে নিকির বয়স ১৭ বছর বয়সে বিয়ের জন্য বাংলাদেশে এসে আইনের বাঁধায় বিয়ে না করতে পেরে দেশে ফিরে যেতে হয়েছিলো।

সে সময় বিয়েতে ব্যার্থ হলেও নিকি আর ইমরানের ভালোবাসা রয়ে গেছে অটুট। দীর্ঘ ৭ বছর পর সব বাঁধা পেরিয়ে ১ মার্চ বাংলাদেশে এসে পটুয়াখালী বিজ্ঞ আদালতে বিয়ের জন্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দাম্পত্য জীবন শুরুর লক্ষ্যে কোর্টের অনুমোদন নিয়ে আগামী ২’রা মার্চ বৃহস্পতিবার বিয়ের পিড়িতে বসছেন নিকি। কিন্তুু আজ সন্ধ্যায় ইমারনের নিজ বাড়ি বাউফলের দাসপাড়ায় চলছে হলুদ সন্ধ্যার আয়োজনে বিয়ে হয় তার।