• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জে আসছেন 


প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৩, ১:০৬ অপরাহ্ন / ১১১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জে আসছেন 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে আগামীকাল গোপালগঞ্জে যাবেন।

বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি স্মার্ট বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পথে পৌঁছে বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এর আগে সকালে সড়ক পথে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে স্থানীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় করবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা সেজেছে নতুন সাজে। সর্বত্র লেগেছে পরিষ্কার-পরিচ্ছন্নতার ছোয়া। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তাঘাট। দলীয় প্রধানের আগমন উপলক্ষে তৃনমূল পর্যায়ের নেতা কর্মীদের পদ-চারণায় মূখরিত হয়ে উঠেছে উপজেলা পরিষদসহ আশপাশের এলাকা।

গ্রাম-গঞ্জে রাস্তাঘাটে চায়ের আড্ডায় সবার মূখে একটাই আলোচনা আমাদের নেত্রী আসছেন। আইন-শৃংখলা পরিস্থিতিও রয়েছে চোখে পড়ার মতো। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো উপজেলায় বইছে সাজ সাজ রব।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন সেখ, সহ সভাপতি এইচ এম অহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম দাড়িয়া সাংবাদিকদের বলেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে আসছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, তিনি নেতা কর্মীদের সাথে মত বিনিময় করবেন, আগামী নির্বাচনে আমরা কোটালীপাড়াবাসি জননেত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে জয়ী করবো, বিরোধীরা জামানত নিয়ে ঘরে ফিরতে পারবে না।