• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন


প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৩, ৪:৪৭ পূর্বাহ্ন / ৬৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন। সোমবার সকালে সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ৪র্থ পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গণভবন হতে ভার্চুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হতে উক্ত ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে সন্মানিত সাবেক সচিব ও বর্তমানে গোপালগঞ্জ-৩ ( টুঙ্গিপাড়া-কোটালীপাড়া )আসনে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব পাওয়া প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সংযুক্ত হন।