• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ২৫ দফা বাস্তবায়নে মোরেলগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৩, ৭:১৬ অপরাহ্ন / ৭১
প্রধানমন্ত্রীর ২৫ দফা বাস্তবায়নে মোরেলগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,মোরেলগঞ্জ,বাগেরহাটঃ প্রধানমন্ত্রীর ২৫ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু। প্রধানমন্ত্রীর দেয়া ২৫ দফা কর্মসূচির বিবরণ তুলে ধরে তা বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান।

সভায় বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, থানার এসআই প্রসেনজিৎ। সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাব সভাপতি বিএম. রফিকুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফ, সাবেক সভাপতি যথাক্রমে মো. জামাল শরীফ, এইচএম মইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাংবাদিক রাজীব আহসান রাজু, সাংবদিক গনেশ পাল।