বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নাম ভাঙানো সেই ‘দর্জি মনির’ আটক বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ নামে একটি ভুয়া সংগঠনের সভাপতি মো. মনির খানকে আটক করা হয়েছে। তিনি ‘দর্জি মনির’ নামেই সমধিক পরিচিত। তার বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার নাম ব্যাবহার করে ভুয়া সংগঠন বানিয়ে প্রভাব বিস্তার ও প্রতারণার অভিযোগ রয়েছে।
রোববার (১ আগস্ট) রাতে মনিরকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ। তিনি বলেন, মনিরকে আমরা আটক করে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে।
মনির জমির দালালি এবং তদবির-বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ আছে। তিনি ২০১৮ সালের নির্বাচনে কেরানীগঞ্জ ও সাভারের অংশবিশেষ নিয়ে গঠিত ঢাকা-২ আসনের সংসদ সদস্য হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। তবে তিনি মনোনয়ন পাননি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন দলের অনেক নেতার সঙ্গেই মনির খানের ছবির ফটোশপের কারসাজির কথা বেরিয়ে আসে।
আপনার মতামত লিখুন :