• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কারান্তরীণ দিবসে লক্ষ্মীপুরে যুবলীগ নেতার কোরআন খতম ও দোয়া


প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২২, ৪:৩৭ অপরাহ্ন / ১৫৮
প্রধানমন্ত্রীর কারান্তরীণ দিবসে লক্ষ্মীপুরে যুবলীগ নেতার কোরআন খতম ও দোয়া

জয়নাল আবেদীন লক্ষ্মীপুরঃ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের ক্বারী ওছিম উদ্দিন এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

কোরআন খতম শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এতে শতাধিক এতিম শিশুসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছে যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া।

উল্লেখ্য, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।