কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি সহ সেমি পাকা ঘর হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে তৃতীয় পর্যায়ে (দ্বিতীয় ধাপে) ৬৪ জেলায় ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উপকারভোগীদের সাথে কথা বলেন এবং তাদের জীবন-যাপন ও আর্থ-সামাজিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ কার্যক্রমের আওতায় নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০৭টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি সহ সেমি পাকা ঘর নির্মাণ করে সেগুলো হস্তান্তর করা হয়েছে। জমি সহ সেমি পাকা ঘর পাওয়া সুবিধাভোগীদের মধ্যে অসহায়, প্রতিবন্ধী, দিনমজুর, বয়োবৃদ্ধ নারী-পুরুষ ছিলেন। প্রধানমন্ত্রীর উপহারের ঘর গুলো পেয়ে তারা খুবই উচ্ছ্বসিত।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের রহমান রাশেদ -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রবিউল আলম সিকদার, সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও রাঘদী ইউপি চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাণী দূর্গা, ভাইস-চেয়ারম্যান মো. রবিউল ইসলাম মোল্লা, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফায়জুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো.ওলিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানগণ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে সুবিধাভোগীদের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের চাবি, সাব-কবলা দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।
আপনার মতামত লিখুন :