• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ


প্রকাশের সময় : জুন ৪, ২০২২, ১০:৫১ অপরাহ্ন / ১৩৬
প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর, জেলা আওয়ামী লীগের সদস্য এম, এ খায়ের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু, দপ্তর সম্পাদক শহীদুল খন্দকার, আনোয়ার হোসেন আনু, আবুল কালাম কালু মিয়া, আজাদ হোসেন মৃধা, কে এম মোরশেদ আলম, শেখ মকিমূল ইসলাম মকিমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি, যুবদল ও মহিলা দলের প্রাণনাশের হুমকি ও কটুক্তির সাথে জড়িতদের বিচার দাবি করেন।