• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে দোয়ারাবাজারে আ.লীগের বিক্ষোভ মিছিল


প্রকাশের সময় : জুন ১২, ২০২২, ১১:৪২ অপরাহ্ন / ১৫৬
প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে দোয়ারাবাজারে আ.লীগের বিক্ষোভ মিছিল

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে দোয়ারাবাজারে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪ টার দিকে নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে জড়ো হয়।

স্থানীয় নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন আহমদের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মনোয়ার আলী মনরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুছন আলী, আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য শামীম আহমেদ, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মরম আলী, ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলানা লুrফুর রহমান, ৩নং ওয়ার্ড সভাপতি উকিল আলী, সাধারণ সম্পাদক ডাঃ মোজাম্মেল হক, আওয়ালীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ।