• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

প্রথম বারের ভোটার যেন ব্যার্থ না হয়——কোটালীপাড়ায় শেখ হাসিনা


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৩, ৯:৩২ অপরাহ্ন / ১৪১
প্রথম বারের ভোটার যেন ব্যার্থ না হয়——কোটালীপাড়ায় শেখ হাসিনা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ প্রথম বারের ভোটার যেন ব্যর্থ না হয়, নতুন ভোটারদের প্রতি এ আহবান জানিয়ে জননেত্রী শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার গঠন করার সুযোগ করে দিয়ে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করতে হবে।

শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি শেখ লুৎফর রহমান আদর্শ মহাবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় জনতার উদ্দেশ্যে ভাষণ প্রদান কালে এ কথা বলেন তিনি।বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দলটির সভাপতি বিশ্ব মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, তারুন্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি। এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা হতে খন্ড খন্ড মিছিল সহকারে সভা স্থলে আসতে থাকে নেতাকর্মীরা। দুপুর নাগাদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সভার মাঠ। প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য রৌদ গরম উপেক্ষা করে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ সহ লক্ষাধিক জনতা। জননেত্রী বেলা ১ টা ৫৭ মিনিটে মঞ্চে ওঠেন। প্রায় ঘন্টাব্যাপী জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি, তার আমলে দেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিলো কঠোর অবস্থানে। উক্ত জনসভায় সভাপতিত্ব করেন- কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস। বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম, প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি শহিদ উল্লা খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সহ সভাপতি- মুজিবুর রহমান হাওলাদার, এইচ এম অহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, রুহুল আমীন খান, আওয়ামীলীগ নেতা- জাহাঙ্গীর হোসেন খান, কমল চন্দ্র সেন, যুবলীগ সভাপতি ফজলুর রহমান দিপু, শ্রমিক লীগ সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, কৃষক লীগ সভাপতি মাহাফুজ হাসানাত কামরুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান মন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, শেখ ফজলুল করিম সেলিম এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ তন্ময় এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্জ্ব কাজী আকরাম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম সহ জাতীয় নেত্রীবৃন্দ, জেলা- উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান সদস্য ও সাধারণ জনতা।।