• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

প্রত্যন্ত এলাকায়ও যাচ্ছে র‍্যাবের ত্রাণ সহায়তা


প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন / ১৬
প্রত্যন্ত এলাকায়ও যাচ্ছে র‍্যাবের ত্রাণ সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে বন্যাকবলিত হয়েছে দেশের ১১টি জেলা। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব জেলায় ত্রাণ সহায়তা দিলেও তা পৌঁছাচ্ছে না প্রত্যন্ত এলাকাগুলোতে। তবে এসব এলাকায় মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বন্যার্তদের জন্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িছে র‍্যাব ১১।

বুধবার বিকেলে র‍্যাব-১১ এর ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো.গোলাম মোর্শেদ।

তিনি বলেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার পতিশ গ্রামে ১৩৫ জনকে ত্রাণ সহায়তা দেয়া হয়। এই গ্রামটি প্রত্যন্ত হওয়ায় আজকের আগে কেউ ত্রাণ সহায়তা পায়নি। এলাকার মানুষ র‍্যাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।