• ঢাকা
  • বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:৫৩ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।


প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৩, ৪:০২ অপরাহ্ন / ৪২
প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

আপনার বহুল প্রচলিত অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম আজকের বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকম নামিয় পত্রিকার অনলাইন ভার্ষন-এ ” ৭ শত কোটি টাকার ঋণ খেলাপী কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরীজ তথ্য জ্বালিয়াতির মাধ্যমে শেয়ারবাজার লুটপাটের পরিকল্পনা। শিরোনামে বিগত অগাস্ট ২, ২০২৩ তারিখে প্রকাশিত সংবাদের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নিম্নে আপনার প্রকাশিত সংবাদ ও তার বাস্তবতা তুলে ধরা হল: আপনার সংবাদ মতে শেয়ার বাজারে লুটপাটের ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এশিয়াটিক ল্যাবরেটরীজ লিমিটেড যা সম্পূর্ণ একটি ভিত্তিহীন ভাষ্য। আমরা আমাদের প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও বাজারবৃদ্ধির সংকল্প নিয়ে আইপিও তে আসছি। আমরা আমদের নামীয় সম্পত্তিই প্রসপেক্টাস এ উল্লেখ করেছি এক্ষেত্রে সম্পদের মালিকানা নিয়ে আপনার প্রকাশিত সংবাদ সঠিক নয় যা উদ্দেশ্যপূর্ণ মনে হয়েছে এবং যার সাথে বাস্তবতার কোন মিল নাই। আপনার সংবাদে উল্লেখিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে ৭০০ কোটি টাকার ঋণ খেলাপি তালিকাভুক্ত এ সংবাদটিও ঢাহা মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। আমাদের কোম্পানীটি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে কোন ঋণই গ্রহণ করে নাই সেখানে ঋণখেলাপী তো দূরের কথা। সেখানে আপনার তথ্যদাতা ও প্রতিবেদক সম্পূর্ণ প্রতারণামূলক ও হিংসাত্মকভাবে উক্ত তথ্যটি সংবাদ আকারে প্রকাশ করেছেন। এখানে আরো উল্লেখ্য, বাংলাদেশ বাংক এ আমাদের প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের পরিচালকগণ কেউই ঋণ খেলাপী হিসাবে তালিকাভুক্ত নয়। বিএসইসি এ ব্যাপারে তাদের কার্যক্রমের অংশ হিসাবে সিআইবি রিপোর্ট সংগ্রহ করেছেন। আমরা আমাদের ঋণপ্রদানকারী সংস্থাকে আমাদের চুক্তি অনুযায়ী নিয়মিতভাবে ঋণ পরিশোধ করে আসছি এবং ঋণের পরিমান আমাদের হিসাব বিবরণীতে ও প্রসপেক্টাস এ উল্লেখ আছে। আমরা এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সম্পত্তির মূল্য ১৪ থেকে ১৫ গুন অতিরিক্ত দেখিয়েছে এতথ্যটিও সঠিক নয়। একটি আধুনিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এর কারখানা বিল্ডিংয়ের জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক ও স্থানীয় নির্দেশিকা অনুসরণ করতে হয়। একটি জীবন রক্ষাকারী মেডিসিন উৎপাদনকারী কোম্পানি হওয়ায়, আমাদেরকে আধুনিক সুবিধার সাথে স্বাস্থ্যকর, নিরাপদ ও অত্যাধুনিক কারখানা ভবন নির্মাণের নির্দেশিকা অনুসরণ করতে হই। কারখানার বেশিরভাগ ভবনই রাসায়নিক প্রতিক্রিয়াযুক্ত, এপোক্সি ফ্লোর, সাউন্ডপ্রুফ, হিট প্রুফ, ওয়েদারপ্রুফ, ময়েশচার প্রুফ, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ওয়াল সর্বোপরি সিজিএমপি ও ডাবলু এইচও এর নির্দেশিকা অনুযায়ী এবং সর্বোনিম্ন ৭.৫ মাত্রার ভূমিকম্প প্রুফ করা হয়েছে। যে কারণে অন্যন্য বিল্ডিং খরচের থেকে আমাদের বিল্ডিং খরচ বেশি হয়েছে। এক্ষত্রে আপনার প্রতিবেদনে উল্লেখিত অতিরিক্ত মূল্য দেখানো তথ্যটি সঠিক নয়। কোম্পানি তেজগাঁও শিল্পাঞ্চলের উল্লেখিত প্লটটি ৩২,৫০,০০,০০০/- টাকা মূল্যে ক্রয় করা হয়েছিল যা প্রসপেক্টাস এ উল্লেখ করা হয়েছে এবং সকল নথিপত্র বিএসইসি তে প্রদান করা হয়েছে। উক্ত ভূমিটি তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত হওয়ায় ভূমিটির স্বাভাবিক বাজার মূলা সরকারি মৌজা মূল্যের চেয়ে কয়েকগুন বেশী। এবং ভূমিটির মূলা ভ্যালুয়েশন এক্সপার্ট দ্বারা অনুমোদিত। আপনি বা আপনার কোন প্রতিনিধি উক্ত জমির বর্তমান মূল্য সরেজমিনে যাচাই করার জন্য অনুরোধ থাকলো। এক্ষেত্রে আপনার উল্লেখিত তথ্যও সঠিক নয়। কোম্পানির বিভিন্ন হিসাব বর্ষে দেখানো আয় ব্যয় বিভিন্ন কর্তৃপক্ষ যেমন অডিটর, আয়কর কর্তৃপক্ষ, বিএসইসিডিএসই এবং সিএসইর নিকট প্রয়োজনীয় নথিপত্র প্রদান করা হয়েছে। সকল কর্তৃপক্ষ উক্ত বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিভিন্ন হিসাব বর্ষে আমাদের আয় ব্যয় প্রকৃত আয় ব্যয়ের চাইতে ন্যূনতম ২০ গুণ বৃদ্ধি করে দেখানো হয়েছে এ তথ্যটিও সঠিক নয় বরং কল্পনাপ্রসূত।কোম্পানিটি ভাব বিভিন্ন হিসাব বর্ষের আয়কর যথাযথ ভাবে পরিশোধ করতে ব্যর্থ এ তথ্যটিও সঠিক নয়। আমরা নিয়মিতভাবে আমাদের আয়কর পরিশোধ করে যাচ্ছি এবং আয়কর বিবরণীও সময়মত জমা দেওয়া হচ্ছে। আমরা প্রতিনিয়ত আয়কর বিষয়ক হালনাগাদ তথ্য ও বিবরণী বিএসইসি এর প্রয়োজন মতে সরবরাহ করেছি এবং কর্তৃপক্ষ এবিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এক্ষত্রে আপনার প্রকাশিত সংবাদ ভুলভাবে উপস্থাপিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এবং ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফ আর সি) বেশকিছু কর্মকর্তা আমাদের সাথে জড়িত তথাটিও সঠিক নয় এবিষয়ে আমার বা আমাদের কোন পরিচালকদের নিকট কোন তথ্য নাই। পরিশেষে আপনার বহুল প্রচলিত অনলাইন ভিত্তিক পত্রিকাতে এহেন মিথ্যা ও ভুল তথ্যদ্বারা পরিপূর্ণ সংবাদ এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং পরবর্তিতে এধরণের সংবাদ প্রকাশের পূর্বে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি যাতে করে ভুল তথ্য উপস্থাপন থেকে আপনার প্রতিষ্ঠান পরিত্রান পাই এবং আমাদের সম্মানহানী না ঘটে। সর্বোপরি আমাদের প্রতিবাদলিপিটি আপনার সংবাদমাদ্যমে হুবুহু প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তে

মোঃ ইসতেয়াক আহমেদ কোম্পানী সচিব