• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৩, ৯:৩১ অপরাহ্ন / ৯৮
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৩/০১/২০২৩ ইং তারিখে ঢাকা থেকে প্রকাশিত ও প্রচারিত এবিসি নিউজ ডটকম ডট বিডি ও ডেইলি ঢাকার কন্ঠ ডটকম নামে দুটি অনলাইন নিউজ পোর্টালে “খুলনা কমার্স কলেজ ছাত্রী ইতিমা মন্ডল প্রধানমন্ত্রীর কাছে বাঁচার আকুতি” এবং “খুলনা সরকারি আজম খান কমার্স কলেজের ছাত্রী প্রধানমন্ত্রীর কাছে বাঁচার আকুতি বটিয়াঘাটার ইতিমা মন্ডলের” শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়।

উক্ত প্রকাশিত সংবাদ দুটিতে আমার বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট, ভীত্তিহীন ও কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করা হয়। ওই সংবাদে আমাকে চিহ্নিত সন্ত্রাসী,কুখ্যাত ভুমি দস্যু বলা হয়। যাহা সম্পুর্ন মিথ্যা,বনোয়াট,মনগড়া ও ভীত্তিহীন।

মুলত আমি একজন সমাজ সেবক,রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী। ইতিমা মন্ডলের সাথে বা তার পরিবারের কোন সদস্যের সাথে আমার কখনো ব্যাক্তিগত বিরোধ ছিলোনা বা এখনো নেই। শুধু মাত্র আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য উক্ত সংবাদে আমার নাম জড়ানো হয়েছে। আমি দেশের সকল সাংবাদিক ভাইদের প্রতি আহবান জানাই আপনারা এলাকায় আসুন। সরেজমিন তদন্ত পুর্বক বিষয়টি খতিয়ে দেখুন।

আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সুরঞ্জন সুতার। পিতাঃ নারায়ন সুতার।
গ্রামঃ ঠিকরাবাদ। থানাঃ লবনচরা।
উপজেলাঃ বটিয়াঘাটা। জেলাঃ খুলনা।