• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২০, ৫:৪৯ অপরাহ্ন / ২৪৫
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ইংরেজী ২১-১১-২০২০ তারিখে দৈানিক খুলনা টাইমস প্রত্রিকায় প্রথম পাতায় “খুলনায় ভুমি দখল ও দস্যুতার অপ্রতিরোধ্য” শিরোনামে খন্দকার বাহাউদ্দীন এর সঙ্গে আমাকে নিয়ে যে সমস্ত ভিত্তিহীন মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা আমার দৃষ্টি গোচর হয়েছে। খন্দকার বাহাউদ্দীন একজন দলিল লেখক আমার দলিল গুলি তাহার মাধ্যমে রেজি: সম্পন্য করি। যেহেতু আমি জমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, সরকারী রেভিনিউ ও তার পারিশ্রমিক প্রদান করি। তাহার সাথে কোন প্রকার ব্যবসায়িক সম্পর্ক আমার সাথে কখনও ছিলোনা। ষড়যন্ত্র মূলক ভাবে আমার ব্যবসার সুনাম ক্ষুন্ন করার উদেশ্য মাত্র। আমার কোন বাহিনী নাই। বিগত দিনে কোন বাহিনী বা কোন প্রকার ফৌজদারী মামলা ও ছিলোনা। আমি সরকার বিরোধী কোন কর্ম কান্ডে জড়িত নই। সরকারী দলের সমর্থক। আমি কখনও খন্দকার বাহাউদ্দিনের সাথে অন্য কোন ভাবে টাকা পয়সা লেনদেন করি নাই এবং কোন ব্যবসাও করি নাই। আমার ব্যবসায়িক সাইন বোর্ডে বাহাউদ্দীনের ছবি সংযুক্ত করা হয়েছে সেটাও একটা অপকৌশল। পরিশেষে আমি বলতে চাই আমার নাম জড়িয়ে যে সংবাদটি গত ২১-১১-২০২০ তারিখে দৈানিক খুলনা টাইমস প্রত্রিকায় প্রকাশ করা হয়েছে, যাহা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমি ইহার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই
বিনীত

মোঃ সফিকুল ইসলাম
বয়রা বাজার, খুলনা
মেবা:০১৯১৭-৪১৮১৯৩