নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. আজাদ রহমানসহ বাংলাদেশ পুলিশের ১৫০ জন পুলিশ সুপারকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (গ্রেড-৫) হলেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৭৭ কর্মকর্তা। এরমধ্যে ২৭ কর্মকর্তাকে স্বাভাবিক পদোন্নতি ও ১৫০ কর্মকর্তাকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা সিআইডির মিডিয়া কর্মকর্তার অতিরিক্ত পুলিশ সুপার কর্মরত থাকাবস্থায় এ পদোন্নতি লাভ করেন। তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মো. আজাদ রহমান বিসিএস (পুলিশ) ২৮ তম ব্যাচের একজন কর্মকর্তা। শুদ্ধাচার’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে শুদ্ধাচার–২০২১-২০২২ পুরস্কারের জন্য মনোনীত হন তিনি।
জননিরাপত্তা বিভাগের একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া অন্যান্য যোগদানের তারিখ থেকে পদোন্নতির এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা
আপনার মতামত লিখুন :