• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

পুলিশের মাঝে বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতে টিডিএসে সেমিনার আয়োজন


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৩, ১:১২ অপরাহ্ন / ১৫৯
পুলিশের মাঝে বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতে টিডিএসে সেমিনার আয়োজন

নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ সরকারের অংশ হিসেবে পুলিশের প্রধানতম কাজ হচ্ছে জনগণের নিরাপদ জীবন নিশ্চিত করা এবং সেই সঙ্গে সরকারের চলমানতায় সৃষ্টি হওয়া আইনসংক্রান্ত ব্যাঘাত নিরসনে সাহায্য করা। প্রতিনিয়ত ট্রাফিক পুলিশকে জনগণের সাথে যানবাহন ও যানজট নিয়ে কাজ করতে হয়। তাই তাদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধুর সেই আহবান জনগণের সেবক হবার জন্য তাঁরই দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) এ অনুষ্ঠিত হলো সেমিনার। সেমিনার শুরুর আগে ব্যাচভিত্তিক বিভিন্ন কোর্সে আগত প্রশিক্ষাণার্থীদের নিয়ে পুলিশ সুপার ট্রেনিং মোহাম্মদ আব্দুল হালিম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

১৯৭৫ সনে ১৫ জানুয়ারি জাতির পিতার প্রথম ও শেষ পুলিশ উইকে তাঁর ভাষনের উপর গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধুকে নিয়ে লেখক ও গবেষক পুলিশ সুপার ট্রেনিং মোহাম্মদ আব্দুল হালিম। তিনি তাঁর প্রবন্ধে জাতির পিতার আহবান ও দেশের জন্য উনার ত্যাগের কথা কৃতজ্ঞভরে স্মরণের মাধ্যমে সেমিনারে উপস্থাপন করেন। সেমিনার আয়োজক পুলিশ সুপার ট্রেনিং বলেন আমি ট্রেনিং শাখায় যোগদান করার পরে চেষ্টা করছি প্রতিটি কোর্স ও আমাদের স্কুলের সদস্যদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার আলো ছড়িয়ে দিতে। জনগণকে দ্রুততম সময়ে ট্রাফিক পুলিশি সেবা প্রদান আমাদের অন্যতম দায়িত্ব। দেশপ্রেম নিয়ে জনগণের সেবা প্রাপ্তি সহজীকরণে পুলিশ সদস্যদের আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে এই সেমিনারগুলোর আয়োজন ।
সেমিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশের বিভিন্ন সময় অংশে নেয়া প্রোগ্রামের ভিডিও ও স্থির চিত্র প্রদর্শন করা হয়।