মোঃ রাসেল সরকারঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের ‘চাঁদাবাজির’ ভিডিও করার সময় ২ সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে চট্টগ্রাম অঞ্চল হাইওয়ে পুলিশের ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি আব্দুল্লাহ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ৫ পুলিশ বরখাস্ত করে কুমিল্লা হাইওয়ে অঞ্চলে সংযুক্ত করেছে।
বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন কুমিরা হাইওয়ে থানার সীতাকুণ্ড-টেরিয়াল পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপপরিদর্শক মাসুদ রানা এবং ৪ কনস্টেবল লোকমান হোসেন, আমান, করিম ও জহির।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালকদের কাছ থেকে চাঁদা নিচ্ছিল হাইওয়ে পুলিশের কয়েকজন সদস্য। স্থানীয় দুই সাংবাদিক ঘটনাটি পর্যবেক্ষণ করেন এবং তাদের মুঠোফোনে এর ভিডিওধারণ করেন। বিষয়টি বুঝতে পেরে পুলিশ সদস্যরা ওই সাংবাদিকদের হয়রানি করে এবং ছবি তোলা বন্ধ করতে বাধ্য করে।
আপনার মতামত লিখুন :