পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ৭টি উপজেলায় সকাল ৯টা থেকে একযোগে শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ সোমবার সকাল ৯টা থেকে ৭টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি অনেকটাই কম। শহরের আফতাব উদ্দিন মহাবিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মাত্র ১টি ভোট কাস্ট হয়েছে। আর এ ভোটটি গ্রহণ করা হয়েছে কেন্দ্রের পুরুষ বুথে। এ জেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হওয়ায় শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এ কারনেই ভোট নিয়ে আগ্রহ কম সবার মাঝে।
পিরোজপুর জেলায় ৭টি সাধারণ ওয়ার্ডে ২৬ জন এবং নারীদের জন্য সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায করছে। নির্বাচনে ৩৬ জন প্রার্থীর বিপরীতে মোট ৭৪৭ জন ভোটার দুপুর ২টা পর্যন্ত ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবে। এদিকে নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।
আপনার মতামত লিখুন :