
নিজস্ব প্রতিবেদক,পিরোজপুরঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশ ঘটিকায় সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম কবির মেয়র, স্বরূপকাঠী পৌরসভা, রনি দত্ত জয় ভাইস চেয়ারম্যান, আবির মোহাম্মদ হোসেন, অফিসার ইনচার্জ নেছারাবাদ থানা ডাঃ ফিরোজ কিবরিয়া উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা,বীর মুক্তি যোদ্ধা কাজী শাখাওয়াত হোসেন, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামসহ খেলা পরিচালনা কমিটির সদস্যগণ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। খেলা শেষে অংশগ্রহণ কারী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :