• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন

পিতা হত্যা মামলায় জামিনে এসে স্ত্রীকে হত্যা করে পলাতক স্বামী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৯:৪৮ পূর্বাহ্ন / ৫২
পিতা হত্যা মামলায় জামিনে এসে স্ত্রীকে হত্যা করে পলাতক স্বামী

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ প্রায় ৮ মাস আগে মাদক সেবনে বাঁধা দেওয়ায় নিজের বাবাকে হত্যা করে জেলে ছিলেন মুরাদ আলী (৩৫)। মাস দুয়েক আগে জামিনে ছাড়া পেয়ে এবার মাদকের টাকার জন্য খুন করেছে স্ত্রী শিলা খাতুন (৩০) কে। বুধবার সকালে রাজশাহীর চারঘাটের শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ঘাতক স্বামী।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের দেবরের স্ত্রী নিলুফা ইয়াসমিন জানান, মঙ্গলবার দিবাগত রাত অনুমানিক ১২ টার দিকে নিহতের দুই ছেলে মাহিম (১০) ও মোস্তাফিজ (৩) এর কান্না শুনে তিনিসহ আরও কয়েকজন প্রতিবেশী ছুটে যান, গিয়ে দেখেন নিহত শিলা নলকূপের পাশে পড়ে আছে আর ঘরে দুই শিশু কান্না করছে। এ অবস্থায় শিলাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। এ সময় নিহতের বড় ছেলে মাহিম তাদের বলে তার বাবা কোমরের বেল্ট খুলে মায়ের গলা পেঁচিয়ে ধরে রেখেছিল। এরপর ঘর থেকে চুল ধরে টেনে নলকূপের পাশে রেখে গেছে। সব শুনে প্রতিবেশীরা সবাই মিলে শিলাকে উদ্ধার করে রাত ২টার দিকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, মাস দুয়েক আগে জেল থেকে জামিনে আসার পর থেকে আবারও নেশায় আসক্ত হয়ে পড়েন মুরাদ। স্ত্রী শিলাকে পিতার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য প্রায়ই মারধর করতো। বাড়িতে চাল না থাকার কথা বলায় মঙ্গলবার সন্ধাতেও শিলাকে মারধর করেন। পরবর্তীতে সবাই ঘুমিয়ে গেলে গভীর রাতে এ কান্ড ঘটান ঘাতক স্বামী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩১ জানুয়ারি মুরাদ তার বাবা সাদেক আলী (৫২) কে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। সংসারে খরচ না দিয়ে নেশার করার প্রতিবাদ করায় প্রকাশ্যে হত্যা করে পিতাকে।

চারঘাট মডেল থানার নবাগত কর্মকর্তা (ওসি) এ এস সিদ্দিকুর রহমান বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় নিহতের ছোট ভাই দুলাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।