কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) -এর উদ্যোগে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে ৩ (তিন) দিনব্যাপী (২৫ –২৭ আগস্ট) মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন পিআইবির পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন। কর্মশালার প্রথম দিনে রেজিস্ট্রেশনের পর স্বাগত বক্তব্য রাখেন, পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শাহ্ শেখ মজলিশ ফুয়াদ। পরবর্তীতে প্রশিক্ষণ দেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। পরে জুম্মার নামাজ ও দুপুরের মধ্যাহ্ন ভোজ শেষে মোবাইল সেটিংস, ক্যামেরা সেটিংস এবং ভিডিও ধারণের সাধারণ নিয়মাবলী, মাইক্রোফোন বা হেডফোন ব্যবহার করে অডিও ধারণ, মোবাইল ক্যামেরার ফ্রেমিং এবং ভিডিও ধারণের ব্যবহারিক কৌশল, ল্যান্ডস্কেপ নাকি ভার্টিকেল শর্ট ডিভিশনের ওপর ব্যবহারিক ধারণা, বক্তব্য উপস্থাপন, প্রশ্নোত্তর, অনুশীলন সম্পর্কে আলোকপাত করেন বাংলাদেশ টাইমসের প্রধান মোবাইল সাংবাদিক সাব্বির আহমেদ। কর্মশালায় মোট ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহন করেন।
আপনার মতামত লিখুন :