• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রামে অগ্নিসংযোগ, ভাঙচুর ও গুলিবর্ষণ এর প্রতিবাদে আদিবাসী ছাত্র কল্যাণ সংস্থা খুলনা বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র ছাত্রীর মানববন্ধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ন / ২১
পার্বত্য চট্টগ্রামে অগ্নিসংযোগ, ভাঙচুর ও গুলিবর্ষণ এর প্রতিবাদে আদিবাসী ছাত্র কল্যাণ সংস্থা খুলনা বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র ছাত্রীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ বিচারবহির্ভূত হত্যাকান্ড ও মব- ইনজাস্টিস সংযোগ ও হামলা বন্ধের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় এর কল্যাণ সংস্থার সভাপতি তেমিয়ো চাকমা সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিটু চাকমার সঞ্চালনায় খুলনার শিববাড়ি মোর চত্বরে আজ শুক্রবার বিকাল পাঁচটায় খুলনা ভার্সিটির সকল আদিবাসী ছাত্র-ছাত্রী মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন আমরা তো বাংলাদেশেরই মানুষ তাহলে কেন নির্যাতন করা হচ্ছে আমাদের প্রতি। বিগত শেখ হাসিনা জালিম সরকারের আমলে যে চিত্রগুলি আমরা দেখেছিলাম আজ ভর্তি কালীন সরকারের একটু আমরা দেখতে পাচ্ছি। এই নির্যাতন থেকে আমরা কবে মুক্তি পাবো। এ সময় খুলনা ভার্সিটির সকল আদিবাসী ছাত্রছাত্রী ও শিক্ষক গন উপস্থিত ছিলেন।