
শামীম আহমেদ, পাবনাঃ জেলা শহর পাবনাতে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন হয়েছে। জেলা সদরের প্রাণকেন্দ্র বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান। ১ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বই মেলা উৎযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব ড্যাব জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ আহমেদ মোস্তফা নোমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আউয়াল মিয়া। মেলা উদ্বোধনে জাতীয় সঙ্গীত ও ২৪ এর জুলাই আগস্টে শহীদ শিক্ষার্থীদের স্মরণে দাড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
এবারের মেলাতে ৩০ টি স্টলে স্থানীয় প্রকাশনীসহ ঢাকা থেকে বেশ কয়েকটি প্রকাশনী অংশ গ্রহণ করেছেন। এবারের মেলাতে সকল স্টল মিলে দেশের সুনামধন্য বিভিন্ন প্রকাশনী লেখকদের প্রায় ৫ লক্ষ বইয়ের সমাহার রয়েছে। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলাতে প্রতিদিন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিষয় ভিত্তিক আলোচনা সভা।
বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ রফিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার যুগ্ম-আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক মাসুদ রানা প্রমুখ।
আপনার মতামত লিখুন :