• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় জন্মদিনে প্রান গেলো ২য় শ্রেনীর ছাত্র সাজিদের : আহত ৪


প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন / ১৯
পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় জন্মদিনে প্রান গেলো ২য় শ্রেনীর ছাত্র সাজিদের : আহত ৪

শামীম আহমেদ, পাবনাঃ পাবনার সাঁথিয়ায় ৪/৪/২০২৫ইং শুক্রবার সকাল ১১ টার দিকে সাঁথিয়া- চাকলা সড়কে সিএনজি দুর্ঘটনায় জন্মদিনে নিহত হলো সাজিদ (৯) নামের এক শিশু ছাত্র। নিহত সাজিদ উপজেলার আফরা গ্রামের ফারুকের ছেলে ও আফরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র। ঘটনায় আহত হয়েছে সাংবাদিকসহ ৪ জন।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ টার দিকে সাঁথিয়া পৌরসদর থেকে দৈনিক ভোরের দর্পন পত্রিকার সাঁথিয়া প্রতিনিধি আশিক ইকবাল রাসেল পরিবারের অন্যদের নিয়ে সিএনজি যোগে আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। সাঁথিয়া- চাকলা সড়কের আফড়া চরপাড়া গ্রামের মধ্যে পৌছালে রাস্তার পাশে সাজিদসহ শিশুরা খেলছিল। এসময় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই সাজিদ মারা যায়। আহত হয় একই গ্রামের সাজিদের সহপাটি মেহেদী (৯), যাত্রী সাংবাদিক আশিক ইকবাল রাসেল, মনিরা (৭),সিএনজি চালক মাহাতাব। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে। সিএনজি চালককে উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিকেলে পাঠানো হয়েছে।

আফরা আইডিয়াল হাইস্কুলের শিক্ষক মনিরুজ্জামান মনি বলেন, আজ সাজিদের জন্মদিন ছিল। এদিনেই সে মারা গেল। পরিবারে চলছে শোকের মাতাম।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আঃ লতিফ বলেন শিশুরা রাস্তার পাশে খেলাধুলা করছিল । লাশ উদ্ধার করা হয়েছে।