• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

পাবনার সাঁথিয়ায় সামিদুল এসেনশিয়াল বিজনেস সেন্টারকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা


প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৫, ৮:৩২ অপরাহ্ন / ১৬
পাবনার সাঁথিয়ায় সামিদুল এসেনশিয়াল বিজনেস সেন্টারকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

শামীম আহমেদ, পাবনাঃ পাবনার সাঁথিয়ায় সামিদুল এসেনশিয়াল বিজনেস সেন্টারের স্বত্তাধিকারী কাউছার আহমেদকে মানহীন বেকারি ও পঁচা খাদ্যদ্রব্য রিসাইকেল করে বাজারজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা।

সোমবার ( ২৭ জানুয়ারী) দুপুরের দিকে সাঁথিয়া পোস্ট অফিসের পূর্বে অবস্থিত ঐ ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

তিনি জানান, বাজার এলাকায় সামিদুল এসেনশিয়াল বিজনেস সেন্টারের স্বত্তাধিকারী কাউছার আহমেদকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সামিদুল এসেনশিয়াল বিজনেস সেন্টার নামক একটি ফ্যাক্টরিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি আইটেম প্রস্তুত, মেয়াদোত্তীর্ন ও পঁচা খাদ্যদ্রব্য রিসাইকেল করে বাজারজাতকরণ করার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০,০০০(পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরোও বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সামিদুল এসেনশিয়াল বিজনেস সেন্টারের স্বত্তাধিকারী কাউছার আহমেদ দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে বিএসটিআই অনুমোদনহীন বেকারি,কাউছারিয়া চানাচুর, বিস্কুটসহ নানা প্রকার ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুত ও বাজারজাত করে আসছিল।