• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

পাবনার সাঁথিয়ায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নির্বাচন অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৫, ১১:৪১ অপরাহ্ন / ২৪
পাবনার সাঁথিয়ায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নির্বাচন অনুষ্ঠিত

শামীম আহমেদ, পাবনাঃ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস (বিসি& ডিএস) সমিতির সাঁথিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন শনিবার (১ ফেব্রুয়ারি) সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহকারী অধ্যাপক এম এ,হাই সভাপতি, মেহেদুল ইসলাম মল্লিক সাাধারণ সম্পাদক ও মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে আব্দুল হাই ও রুহুল বারী, সাধারণ সম্পাদক পদে মেহেদুল ইসলাম মল্লিক ও আকরাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে হাতেম আলী হাদী, মাসুদ রানা ও মনিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহন চলে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত। সমিতির ৬৮জন ভোটারের মধ্যে ৬৫জন ভোটার ব্যালটের মাধ্যমে সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে আব্দুল হাই (ছাতা প্রতীক) ৪৪ ভোেট নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল বারী (চাকা প্রতীক) ২১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মেহেদুল ইসলাম মল্লিক (আনারস প্রতীক) ৪০ ভোট ও আকরাম হোসেন (হাঁস প্রতীক) ২৫ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মনিরুল ইসলাম (বই প্রতীক) ২৮ ভোট, মাসুদ রানা (মেরাগ প্রতীক) ২০ ভোট এবং হাতেম আলী হাদী (মই প্রতীক) ১৬ভাট পেয়েছেন। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আক্তারুজ্জামান মঞ্জিল মাষ্টার। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মনসুর আলম ও মেহেদি হাসান।