
নিজস্ব প্রতিবেদক, পাবনাঃ মুসলিম এইড বাংলাদেশ আতাইকুলা শাখা, পাবনা অঞ্চল কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষায় GPA-5 প্রাপ্তদের বৃত্তি প্রদান ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বিতরন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
মুসলিম এইডের ডিরেক্টর অপারেশনস মো: আরিফুল ইসলাম এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: নাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর মো: নজরুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর খান মো: তারেকুজ্জামান আরো উপস্থিত ছিলেন SA টিভি জেলা প্রতিনিধি মো: কামরুল ইসলাম, পাবনা আঞ্চলিক ব্যাবস্থাপক মো: রবিউল ইসলাম, শাখা ব্যাবস্থাপক মো: মমিনুল ইসলাম। বক্তারা বলেন দেশের আর্থ সামাজিক উন্নয়নে মুসলিম এইডের সহযোগিতা প্রতিষ্ঠানের শুরু থেকেই ছিল, পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আত্ম কর্মসংস্থান তৈরি করতে বিভিন্ন সময়ে সেলাই মেশিন গরু ছাগল ঘরবাড়ি টিউবয়েল সহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে মুসলিম এই বাংলাদেশ এই ধারাবাহিকতা ওদের ভবিষ্যতে অব্যাহত থাকবে, অত্র প্রতিষ্ঠানের দুস্থ সদস্যদের সেলাই মেশিন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :