• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

পানার সাঁথিয়ায় শহীদ আব্দুল মান্নান ও জুলকার নাইনের স্মরণে ক্রিকেট টুণার্মেন্টের উদ্বোধন


প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন / ৩২
পানার সাঁথিয়ায় শহীদ আব্দুল মান্নান ও জুলকার নাইনের স্মরণে ক্রিকেট টুণার্মেন্টের উদ্বোধন

শামীম আহমেদ, পাবনাঃ পবনার সাঁথিয়ায় শহীদ আব্দুল হান্নান ও জুলকার নাইন এর স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সাঁথিয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন শহীদ জুলকার নাইনের বাবা আব্দুল হাই আল হাদী। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমানের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম রিপন এর পরিচালনায় উদ্বোধন পূর্ববর্তী আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন শহীদ মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র নাজিবুর রহমান মোমেন, আরো বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামির উপজেলা আমির মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আনিসুর রহমান, পৌর বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্ধে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাসেল আহমেদ ও শাওন হোসেন প্রমুখ।