মোঃ মানছুর রহমান জাহিদঃ খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন আমার নির্বাচনী এলাকা পাইকগাছা- কয়রা হবে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত। শুক্রবার সকাল ১১ টায় পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর সীমান্তবর্তী এলাকায় জাতীয় সংসদের ১ম অধিবেশন শেষ করে ঢাকা থেকে তিনি নির্বাচনী এলাকার প্রবেশদ্বার শাপলা চত্বরে আগমন করার পর আওয়ামীলীগ ও সহোযোগী সংঠনের আয়োজনে সংবর্ধনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাইকগাছা-কয়রার শত শত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্যর শুভ আগমন উপলক্ষ্যে ও তাকে অভ্যর্থনা জানানোর জন্য সকাল থেকে পাইকগাছা-কয়রার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ঝাঁকে ঝাঁকে মটরসাইকেল, মাইক্রো, পিকআপ যোগে শাপলা চত্বরে জড়ো হতে থাকে।
এ সময় কপিলমুনির কাশিমনগর মাছ কাটা হতে শুরু করে রাস্তার দু’ ধারে ও শাপলা চত্বরের পাশে অবস্থিত মাঠে নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার শুভ আগমণ উপলক্ষ্যে ফুলেল ডালি নিয়ে শুভেচ্ছা জানানো ও শুভেচ্ছা বিনিময়ের জন্য অপেক্ষা করতে থাকে৷ সকাল ১১ টার দিকে দিকে তিনি শাপলা চত্বরে পৌঁছালে হাজার হাজার উপস্থিত জনতা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। অপরদিকে তিনিও হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান। পরে তিনি শাপলা চত্বরের পাশে অবস্থিত মাঠে উপস্থিত নেতাকর্মীদের মাঝে প্রধান অথিতির বক্তব্য প্রদান শেষে হাজারো ও মটরসাইকেল শোভাযাত্রার ম্যাধ্যমে তিনি পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন৷ এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু , উপজেলা আ”লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস , সংসদ সদস্যর ছোট ভাই উপজেলা যুবলীগের সাবেক প্রভাবশালী সদস্য আলহাজ্ব মোঃ অহেদুজ্জামান মোড়ল, উপজেলা মহিলা আ”লীগের সভানেত্রী মাছুমা বেগম, তালা মুক্তিযোদ্ধা কলেজের সিনিয়র সহকারী অধ্যক্ষ রেজাউল করিম , পিটিডি সুন্দরবন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পী, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার , রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তূহিন, গদাইপুর ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াদুল ইসলাম, পাইকগাছা পল্লী উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক গাজী, হরিঢালী ইউনিয়ন আ”লীগের আহবাহক শেখ বেনজীর আহমেদ বাচ্চু, ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, মহিলা আ”লীগের সাংঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, জেলা পরিষদের সদস্য নাহার আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী, কপিলমুনি ইউনিয়ন আ”লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজুলুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, উপজেলা আ”লীগের সদস্য সরদার মোজাফফার হোসেন, প্রভাষক সরদার জামাল হোসেন, প্রভাষক সরদার কামাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আজিম সানা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম ঘোষ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ ছিদ্দিকুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বিশ্বাস, সাংবাদিক সাগর আহমেদ, পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম শফি, যুবলীগ নেতা মোখলেছুর রহমান বাবলু , সাবেক ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান, ইকলাছুর রহমান বাবু, আমান উল্লাহ আমান, মোঃ সাইফুল্লাহ, রেজাউল সরদার, আঃ সামাদ মোড়ল, নিজামউদ্দিন শেখ, আজিজুল শেখ, রিপনুজ্জামান রিপন, সিরাজুল ইসলাম, জসিম মোড়ল, রবিউল ইসলাম, আল-আমিন বিশ্বাস, মনিরুজ্জামান মনি, আবু বক্কর বিশ্বাস, আব্দুল হাকিম, আশিকুর রহমান, আনিছ, আমিরুল, রাশেদ, তৌফিক, আকাশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের প্রধানগণ, আওয়ামী লীগ ও সহোযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ, সাংবাদিক বৃন্দসহ নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ।
আপনার মতামত লিখুন :