মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর অন্তর্গত শিলেমানপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সেক্রেটারী পদে পুনরায় নির্বাচিত হয়েছেন শ্যামনগর গ্রামের মৃত বাবর আলী সরদার এর বড় ছেলে মোঃ সহিদুল ইসলাম সরদার। ১০ই জানুয়ারি (শুক্রবার) ২০২৫ সালের জন্য উক্ত কমিটি ঘোষনা করা হয়। জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদে উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসুল্লিদের সর্বসম্মতিক্রমে ও তাদের পুর্ন সমর্থনে সহিদুল ইসলামকে পুনরায় সেক্রেটারী পদে বহাল রাখা হয়। জানা গেছে, তিনি বিগত প্রায় ২০ বছর যাবৎ উক্ত মসজিদের এ দায়িত্ব সততার সাথে পালন করে আসছে। তার সততা ও মসজিদের বিভিন্ন উন্নয়নমুলক কাজের অগ্রগতি সাফল্যের কথা বিবেচনায় উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসুল্লিরা তাকে তাদের পুর্ন সমর্থনে পুনরায় সেক্রেটারী পদে নির্বাচিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে নব নির্বাচিত সেক্রেটারী সহিদুল ইসলাম বলেন, আমার পিতা মরহুম বাবর আলী সরদার উক্ত মসজিদে প্রায় ২৪ বছর যাবৎ কোনোরূপ সম্মানি ভাতা ছাড়াই আল্লাহর নৈকট্য লাভের আশায় উক্ত মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত থেকে মসজিদের খেজমত করে গেছেন। তিনি গত ২৪-০৯-২১ ইং তারিখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হিসেবে রয়েছেন। আমি আমার পিতার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থী। তিনি আরও বলেন, আমি আমার বাবার ন্যায় উক্ত মসজিদের সেক্রেটারী পদে বিগত প্রায় ২০ বছর যাবৎ দায়িত্ব পালন করে আসছি। আমি এ দায়িত্ব পালনে সর্বদা সততার সাথে নিয়োজিত থাকতে চাই। সেই সাথে আমি উক্ত মসজিদের অন্তর্গত সকল ধর্মপ্রাণ মুসুল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে পুনরায় তাদের পুর্ন সমর্থনে সেক্রেটারী পদে নির্বাচিত করায়। আমি তাদেরসহ সকলের কাছে দোয়া প্রার্থী, আমি যেন আমার দায়িত্ব সততা, নিষ্ঠা, ও পিতার আদর্শের ন্যায় পালন করতে পারি।
আপনার মতামত লিখুন :