এম রাসেল সরকার, ঢাকাঃ এনায়েতুল্লাহ খন্দকার ও শাহজাহান খানের লোকজন পরিবহন সেক্টরকে অস্থিশীল করার জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি নামে কতিপয় ভূয়া সংগঠন আত্মপ্রকাশের ডাকা সংবাদ সম্মেলন করতে এসে তোপের মুখে পড়েন সাধারণ মালিকদের। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরাম খাঁ হলে এ ঘটনা ঘটে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গণপরিবহন খাতেও পরিবর্তনের হাওয়া বইছে। এনায়েতুল্লাহ খন্দকার ও শাজাহান খান সহ পদধারী একাধিক সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতার হাতে জিম্মি ছিল এই খাত। তারা গা ঢাকা দেওয়ার পরই নেতৃত্বে এসেছে পরিবর্তন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নতুন আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম এর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। যার অংশ হিসেবে পরিবহন খাতে বিশৃঙ্খলা, দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ করে চলতি মাসেই যাত্রীবান্ধব, সড়ক নিরাপদ করা ও সুশৃঙ্খলা আনতে প্রাথমিক ভাবে ‘মোটিভেশনাল কাউন্সেলিং’ কার্যক্রম হাতে নিয়েছে বলে জানা যায়।
জানা গেছে, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বিএনপি সমর্থিত পরিবহন মালিকেরা মিলে পরিবহন সেক্টর কে চাঁদামুক্ত করার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে নাখোশ হয় আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগি কতিপয় মালিকরা। তারাই ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নামে বিকল্প সংগঠন আত্মপ্রকাশ ও পরিবহন সেক্টরে পুনরায় চাঁদা বাজির পায়তারা করে আসছিল।
সাধারণ মালিকরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগি হাতেগোনা কতিপয় মালিক বিএনপি সমর্থিতদের মেনে নিতে না পেরে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে তাদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টায় গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে নিজেরা নিজেরা হট্টগোল করে বিএনপি সমর্থিত মালিকদের উপর দোষ চাপানোর চেষ্টা এবং তাদের উপর হামলা চালায় এনায়েতুল্লাহ ও শাহজাহান খান সমর্থকরা।
সংবাদ সম্মেলনের আয়োজক বিকাশ পরিবহন লিমিটেডের দখলদার ও এনায়েত উল্লার/শাজাহান খান সিন্ডিকেট এসএম সৌরভ হোসেন বলেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল-বাতেনের প্রেরিত শতাধিক লোক হঠাৎ প্রেসক্লাবে এসে হামলা চালিয়ে সংবাদ সম্মেলন প-করে দেয়। এসময় তারা কয়েকজনকে আহত করে।
পরিবহন সাধারণ মালিকরা দাবি করেন , আওয়ামী লীগের এনায়েত উল্লার এবং শাজাহান খানের লোকজন সারাদেশে সড়ক পরিবহনে এখনো চাঁদাবাজি করছে।
আপনার মতামত লিখুন :