যশোর প্রতিনিধি :দিঘলিয়া-পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, (অভয়নগর) মাঠে, যশোর এরিয়ার ডিজিএম জনাব মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানটি ভার্চুয়ালি শুভ উদ্ভোধন করেন জনতা ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আব্দুল জব্বার মহোদয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেড খুলনা বিভাগের জিএম জনাব অরুন প্রকাশ বিশ্বাস স্যার। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা এরিয়া অফিস এর ডিজিএম মোঃ মিজানুর রহমান স্যার, যশোর এরিয়ার প্রাক্তন ডিজিএম জনাব শেখ মোঃ শামসুজ্জামান স্যার, স্থানীয় চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সানা আব্দুল মান্নান, রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ উপস্থিত ছিলেন, যশোর এরিয়ার অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :