কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আশ্রাফুল হক, গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোঃ হাফিজুর রহমান, সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আবু ওবায়দা, সিনিয়র সাংবাদিক এস এম হুমায়ন কবির প্রমুখ।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার শেখ মোঃ আলাউল ইসলাম, সহকারী কমিশনার রাসেল মুন্সী, মোঃ সেবগাতুল্যাহ, গোপালগঞ্জের জেলার মোঃ আবুল হোসেন, প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হক মুন্না, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহমেদ আলী খান, চ্যানেল আই’র গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল, আলিমুজ্জামান আলিম, ফরিদ আহমেদ, এস এম মিরাজুল হক, প্রথম আলোর প্রতিনিধি নুতন শেখ, ৭১ টিভি’র গোপালগঞ্জ প্রতিনিধি এ আর রনি, নিউজ ২৪ এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা, দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাব গোপালগঞ্জের সাংগঠনিক সচিব কে এম সাইফুর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ইসলামী চিন্তাবিদ ও বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন এবং তাঁর জীবনী থেকে শিক্ষা নিয়ে ইহকাল ও পরকালে নিজেদেরকে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন। এরপরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ হাফিজুর রহমান।
এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ উদযাপন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :