• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ৯, ২০২৪, ১১:১০ অপরাহ্ন / ৩৭
পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ পবিত্র ঈদুল আযহা-২০২৪ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (৯জুন) বিকাল ৪টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় উক্ত সভায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মাহবুবুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সর্দার, জেল সুপার মোঃ আল মামুন, ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এ.এফ.এম. হাসিবুল চৌধুরী, কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফেজ মাওলানা হাফিজুর রহমান, প্রেসক্লাব গোপালগঞ্জের সাংগঠনিক সচিব সাংবাদিক কে এম সাইফুর রহমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক সভায় সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নির্দিষ্ট স্থানে পশুর হাট স্থাপন, পশু ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা প্রদান, আর্থিক লেনদেন নিরাপদ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তৎপরতা বাড়ানো, পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় নিরবিচ্ছিন্নভাবে আদায়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন পশু কোরবানির পরবর্তী সময়ে পৌর কর্তৃপক্ষকে দ্রুত বর্জ্য অপসারণের দিকনির্দেশনা প্রদান, সেই সাথে কোরবানির পশুর চামড়া সঠিক নিয়মে সংরক্ষণের জন্যও সংশ্লিষ্টদেরকে তিনি নির্দেশ দেন। এছাড়াও হাসপাতাল, জেলখানা ও সরকারি শিশু পরিবারে পবিত্র ঈদুল আযহার দিন বিশেষ বিশেষ খাবার পরিবেশন এর নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।