• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

পবিত্র আশুরায় মিছিল ও শোভাযাত্রা বন্ধ ঘোষণা


প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২১, ৮:২৭ অপরাহ্ন / ১৫৪
পবিত্র আশুরায় মিছিল ও শোভাযাত্রা বন্ধ ঘোষণা

মনিরুজ্জামান অপূর্ব,ঢাকা:করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবারও পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ও শোভাযাত্রা বন্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয় জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একইসঙ্গে পবিত্র মহররম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে।

তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণপূর্বক আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আগামী শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। পবিত্র আশুরা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ইসলামি পরিভাষায়, মহররমের ১০ তারিখকে ‘আশুরা’ বলে। সৃষ্টির শুরু থেকে এদিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে।