
নিজস্ব প্রতিবেদকঃ পদ্মা সেতুর স্প্যানে ফেরিরসঙ্গে ধাক্কা নয়, পানি বৃদ্ধির কারণে স্প্যানের সঙ্গে লেগে ফ্ল্যাগ স্ট্যান্ডটি একটু বাঁকা হয়ে গেছে
সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবার পদ্মা সেতুর স্প্যানের সঙ্গে ধাক্কা লেগেছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের।আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানের স্প্যানে এ ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ভেঙে যায়।
তবে এই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অতিরঞ্জিত করে পরিবেশিত হয়েছে। মুলত ফেরীর মাস্তুল/মেইন স্ট্র্যাকচারের সাথে সেতুর স্পেনের ধাক্কা লাগেনি। সেতু পার হয়ে যাওয়ার সময় ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডটি নামানোর কথা। ভুল এটি নামানো হয়নি। পদ্মা সেতুর স্প্যানে ফেরির সঙ্গে ধাক্কা লাগেনি, পানি বৃদ্ধির কারণে স্প্যানের সঙ্গে লেগে ফ্ল্যাগ স্ট্যান্ডটি একটু বাঁকা হয়ে গেছে। সেতুর স্প্যানের কিছুই হয়নি। ফেরিও নিরাপদে ঘাটে এসে ভিড়েছে। ফ্ল্যাগ স্ট্যান্ডটি একটু বাঁকা হওয়া ছাড়া সেতুর স্প্যান বা ফেরির কোন ক্ষতি হয়নি।
আপনার মতামত লিখুন :