ঢাকা : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান পদত্যাগপত্র তার দপ্তরে পাঠিয়েছেন। তার এ পদত্যাগপত্র আজ মঙ্গলবার দুপুরে (৭ ডিসেম্বর) মন্ত্রীপরিষদ বিভাগে জমা দেওয়া হবে। এর আগে মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ ডিসেম্বর) রাতে নিজের সরকারি বাসভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্য এবং অডিও ফাঁস হয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।