
সোহেল মোল্লা, পটুয়াখালীঃ পটুয়াখালী সদর উপজেলা ইলেকট্রিক ব্যাবসায়ী মালিক সমিতির কার্যকরী কমিটি -২৫ এর নির্বাচনে নবনির্বাচিতদের শপথ গ্রহন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪’ ফেব্রুয়ারি রাত ৮ টার সময় পটুয়াখালী প্রেসক্লাব, পটুয়াখালী স্বনির্ভর রোড ড. আতাহার উদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলা ইলেকট্রিক ব্যাবসায়ী মালিক সমিতির উপদেষ্টা ইন্জিনিয়ার মোঃ আসাদুজ্জামান উদ্দিন বেল্লাল এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক খন্দকার সহ নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
মোঃ আব্দুল কুদ্দুস খাঁন ও মোঃ আবু জাফর এর সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ধীরেন্দ্রনাথ শীল।
উল্লেখ গত ৬ ডিসেম্বর-২৪ তারিখ সীমিতর উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্ত মোতাবেক মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।পরে ১২ই- ফেব্রুয়ারি-২৫ ইং- তারিখ পৌর নিউমার্কেটে কিচেন মার্কেট এর দোতলায় ইলেকট্রিক ব্যাবসায়ী মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ৬’ ফেব্রুয়ারী ফরম বিক্রি ৮’ ফেব্রুয়ারী ফরম জমার শেষ তারিখ এবং নির্বাচনী সকল প্রস্তুতি শেষে গত ১২ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে সভাপতি পদে আব্দুল কাইয়ুম, সহ-ভাপতি মোঃ আঃ কুদ্দুস খাঁন, সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর, সহ-সাধারন সম্পাদক ওমর ফারুক টিটু, কোষাধ্যক্ষ মোঃ রাসেল, সাংগঠনিক মোঃ আল-আমিন মৃধা, প্রচার সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ আলম এবং ফারুক হোসেন কার্যনির্বাহী পদে নির্বাচিত হন।
আপনার মতামত লিখুন :