• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে জাতীয় যুব দিবস পালিত


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন / ১২
পটুয়াখালীর দুমকিতে জাতীয় যুব দিবস পালিত

সোহেল মোল্লা, পটুয়াখালীঃ “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকি উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা হলরুম কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও উপকরণ বিতরণ করা হয়।

পটুয়াখালীর দুমকি উপজেলায় শুক্রবার সকাল ১০-টায় শপথ বাক্য পাঠ করে ও আলোচনার সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ বিতারণ মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস অনুষ্ঠিত যুব উন্নয়ন কর্মকর্তা মো: সৈয়দ ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত জাহান, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মো: মোহাম্মদ আলী উপজেলা উন্নয়ন বাস্তবায়ন অফিসার মো, আলিউল্লা সমাজসেবা অফিসার, মো, ইমরান কৃষি অফিসার, মো: মোশাররফ হোসেন সহকারী কৃষি অফিসার আরও উপস্থিত যুবক উদ্যোক্তা মো: রায়হান বলেন আমি যুব উন্নয়ন অফিস থেকে ঋন নিয়ে স্বাবলামবিত হয়েছি মহিলা উদ্যোক্তা মোসা’ ইরানী বেগম বলেন আমি যুব উন্নয়নের অফিস থেকে মৎস্য খামারের উপরে ট্রেনিং নিয়ে মাছ চাষ করে ও শাকসবজি চাষ করে চাল ছাড়া কিছুই কিনতে হয় না আরও যুব-যুবতীদেরকে বেকার না থেকে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করে নিজের কর্ম নিজেই সৃষ্টি করার আহবান জানান।।