
সোহেল মোল্লা, পটুয়াখালীঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জহির মেহেরুন নার্সিং কলেজ হল রুমে শহীদ জিয়া গবেষণা পরিষদ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়া গবেষণা পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. জহিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির মোঃ আবুল বাশার।
কর্মশালায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার সম্ভব হবে। এ সময় তিনি আরও বলেন, এই কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা শেষে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :