
সোহেল মোল্লা, পটুয়াখালীঃ পটুয়াখালীতে রোজাদার ব্যক্তির মাঝে ইফতার বিতরন কর্মসূচি করেছে গন-অধিকার পরিষদ জেলা আহ্বায়ক কমিটি। এসময় সকল রোজাদারদের পাশাপাশি অসহায় ছিন্নমূল ও পথচারীসহ সকল শ্রেণির মানুষের মাঝে ইফতার বিতরন করেছে জেলা গণ-অধিকার পরিষদ।
মঙ্গলবার (১১ মার্চ) তারিখ বিকাল পাঁচটার সময় পৌর শহরের ৯ নং ওয়ার্ড বড় চৌরাস্তা এলাকায় গন-অধিকার পরিষদের ব্যানারে প্রায় পাঁচশত রোজাদারদের মাঝে ইফতার ও খাবার পানি বিতরন করা হয়।
এ সময় গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দলের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।
ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক এম সোহেল রানা, যুগ্ম আহবায়ক এম মনসুর আহমেদ, যুগ্ম আহবায়ক উর্মি আক্তার, সদস্য এ্যাডভোকেট আবদুল্লাহ ইউসুফ (পাশা), জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লা সহ জেলা গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।
আপনার মতামত লিখুন :