• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

পটুয়াখালীর মহিপুরে চোরাই স্বর্নলংকার সহ চোর চক্রের ৩ সদস্য পুলিশের জালে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৩, ১:০৩ পূর্বাহ্ন / ১৬৬
পটুয়াখালীর মহিপুরে চোরাই স্বর্নলংকার সহ চোর চক্রের ৩ সদস্য পুলিশের জালে

নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালীঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কার জব্দ ও দুই ভরি দুই আনা চোরাই স্বর্ণালংকার, নগদ ২৯ হাজার টাকা এবং মোবাইলসেটসহ চোর চক্রের চার সদস্যকে আটক করেছেন মহিপুর থানা পুলিশ।

পুলিশ সুত্রে, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ জামাল সেতুর টোল প্লাজার সামনে থেকে বুধবার রাত আনুমানিক ১১.৪৫ মিনিটের সময় মহিপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত সোনা ও মোবাইল সহ চোর চক্রকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলো, পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের বায়েজিদ সিকদার, মাদারবুনিয়া ইউনিয়নের বোতলবুনিয়া গ্রামের মিরাজ, পৌর শহরের মিঠা পুকুর পাড় এলাকার নাইম ইসলাম ও ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামের রাকিবুল ইসলাম।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মহিপুর থানায় বৃহস্পতিবার একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে জানান তিনি।