
নিজস্ব প্রতিবেদক,পঞ্চগড়ঃ পুলিশ সুপার পঞ্চগড় দিক নির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর সার্বিক তত্বাবধানে এবং অফিসার ইনচার্জ পঞ্চগড় সদর থানার এর নেতৃত্বে এসআই মোঃ সাহিদুর রহমান, এস আই আলতাফ হোসেন সরকার, এসআই শাসসুজ্জোহা সরকার, এএসআই/মোঃ গোলাম রব্বানী পিপিএম সহ পঞ্চগড় সদর থানা ও তেঁতুলিয়া থানায় অভিযান পরিচালনা করিয়া চুরি যাওয়া মোট ০৪ টি বাইসাইকেল উদ্ধার করা হয়। মামলার সুত্রে জানা যায়, গত ইং ২০/০১/২৩ তারিখ সন্ধ্যা ০৫.৩০ ঘটিকার সময় বাদী দিজেন্দ্র নাথ বর্মন স্ত্রী অসুস্থ হওয়ায় পঞ্চগড় পৌরসভাধীন তেতুলীয়া রোডস্থ সোনালী ব্যাংক সংলগ্ন হেলথ কেয়ার স্পেসালিস্ট হাসপাতালে সামনে তাহার ব্যবহৃত হিরো রয়েল বাইসাকেলটি রাখিয়া তাহার স্ত্রী সহ উক্ত হাসপাতালে ভিতরে ডাক্তার দেখাতে যায়। ইং ২০/০১/২৩ তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় বাদী হাসপাতালের নিচে আসিয়া দেখেন যে, তাহার ব্যবহৃত হিরো রয়েল বাইসাইকেলটি যথাস্থানে নাই। বাদী ও তাহার ছেলে সহ আশে পাশে সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেন। অনেক খোঁজাখুজি করিয়া কোথাও না পাইয়া উক্ত হাসপাতালের সিসি ক্যামেরা চেক করিয়া দেখেন ০২ জন অজ্ঞাতনামা চোর ইং ২০/০১/২৩ তারিখ সন্ধ্যা ০৫.৩০ হইতে ০৬.৩০ ঘটিকার মধ্যে হাসপাতালে প্রবেশ করিয়া সুকৌশলে তাহার ব্যবহৃত হিরো রয়েল বাইসাইকেলটি যাহার বর্তমান বাজার মুল্য ১০,০০০/= (দশ হাজার) টাকা চুরি করিয়া নিয়া যায়। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার মামলা নং ৩১ তারিখ ২৬/০১/২৩ তারিখ ধারাঃ ৩৭৯ রুজু করা হয়। উক্ত মামলার মুল অপরাধী কে গ্রেফতার সহ মালামাল উদ্ধারে জন্য পঞ্চগড় সদর থানা পুলিশের একটি চৌকষ টিম মাঠে কাজ করেন। মামলার তদন্তকালে হাসপাতালের সিসি ক্যামেড়া ফুটেজ,তথ্য প্রযুক্তি ও গোপন সোর্সের মাধ্যমে অত্র মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ রেজাউল করিম ওরফে অপু (২৩), পিতা-শরিফুল ইসলাম, মাতা-মোছাঃ এজিয়া বেগম সাং- মসজিদ পাড়া থানা ও জেলা-পঞ্চগড় সদরকে ইং ২৬/০১/২৩ তারিখ সকাল ০৯.২০ ঘটিকায় মৌচাক হোটেল এর সামনে হইতে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী চুরি করার কথা স্বীকার করেন এবং জানান যে, অপর সহযোগী আসামী মোঃ হৃদয় (২৩) পিতা- শামসুল আলম পালিত পিতা- শফিকুল ইসলাম সাং- ফুলপাড়া (হাফিজাবাদ) থানা ও জেলা পঞ্চগড় সহ মামলার ঘটনার দিন ইং ২০/০১/২৩ তারিখ সন্ধ্যার সময় উক্ত হাসপাতালে প্রবেশ করিয়া বাদীর হিরো রয়েল বাইসাইকেলটি চুরি করিয়া অপর চোরাই মাল ক্রয়কারী মোঃ হাফিজুল ইসলাম হাবিব(৩৭) পিতা-মৃত আফছার আলী সাং- ছোফাগছ (শালবাহান ইউপি) থানা-তেতুলীয়া,জেলা-পঞ্চগড় এর নিকট বিক্রয় করেন। ধৃত আসামীর দেওয়া তথ্যমতে অপর সহযোগী আসামী হৃদয় কে ইং ২৬/০১/২৩ তারিখ ১০.০০ ঘটিকায় তাহার বসত বাড়ী হইতে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে বাদীর সাইকেল চুরির কথা স্বীকার করেন। পর্বতীতে ইং ২৬/০১/২৩ তারিখ ১২.২০ ঘটিকায় ধৃত আসামীদ্বয় সহ তেতুলীয়া থানাধীন শালবাহান ছোফাগছ এলাকায় অভিযান পরিচালনা করিয়া চোরাইমাল ক্রয়কারী মোঃ হাফিজুল ইসলাম হাবিব কে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী বাদীর চুরি যাওয়া হিরো বাইসাইকেলটি অপর ধৃত আসামী হৃদয় ও অপুর নিকট হইতে ক্রয়ের কথা স্বীকার করেন। ধৃত আসামী মোঃ হাফিজুল ইসলাম হাবিব এর দেখানো মতে তাহার বসতবাড়ীর পশ্চিম দুয়ারী ঘরের দক্ষিন কনে থাকা বাদীর চুরি যাওয়া হিরো রয়েল বাইসাইকেলটি সহ আরও ০৩ টি হিরো বাইসাইকেল যাহার বর্তমান বাজার মুল্য (৪ *১০০০০)=৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা সাক্ষীদের উপস্থিতিতে ইং ২৬/০১/২৩ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় চোরাই উদ্ধার হিসাবে জব্দ করা হয়। উপরোক্ত আসামীগণ আন্তঃজেলার চোর দলের সক্রিয় সদস্য। তাহারা দীর্ঘদিন ধরে পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে সাইকেল চুরি সহ বিভিন্ন অপরাধের সহিত সংযুক্ত আছেন মর্মে জানা যায়
আপনার মতামত লিখুন :