নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের বোদায় ডাকবাংলো চত্বরে এক কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার দুপুরে ডাকবাংলো চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন এমপি।
জেলা পরিষদ চেয়ারম্যান মো. হান্নান শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, পৌর মেয়র মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড ওয়াহিদুজ্জামান সুজা।
আপনার মতামত লিখুন :