• ঢাকা
  • শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি প্রার্থী মশিয়ার বিশ্বাস সকলের দোয়া প্রত্যাশী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২২, ১২:৪২ অপরাহ্ন / ২৬৬
নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি প্রার্থী মশিয়ার বিশ্বাস সকলের দোয়া প্রত্যাশী

মো:রফিকুল ইসলাম, নড়াইলঃ নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি প্রার্থী মশিয়ার বিশ্বাস সকলের দোয়া প্রত্যাশী।নড়াইল জেলা বাস মিনিবাস কোচ,মাইক্রোবাস (১২৯৫) শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও আসছে আগামি শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী শ্রমিকদের নয়নের মনি,অসহায় গরিবের বন্ধু,শ্রমিকগণের বিপদে আপদে স্বারথী মো:মশিয়ার বিশ্বাস সকল শ্রমিকগণদের দোয়া ও সমর্থ প্রত্যাশী।নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও আগামি নির্বাচনে সভাপতি প্রার্থী মো:মশিয়ার বিশ্বাস মহামারী করোনাকালীন সময় মহামারীর কারনে সকল যানবাহন বন্ধ হয়ে গেলে,অসহায় শ্রমিকগণ পরিবার নিয়ে না খেয়ে অনাহারে দিন-রাত যাঁপন করে।ঠিক সেই মহামারী সময়ে নড়াইল নতুন বাস টার্মিনালে মো:মশিয়ার বিশ্বাস অসহায় অনাহারী শ্রমিকগণদের পাসে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয়ে সকলের মধ্যে দাড়িয়ে থেকে বিলিন করেন।একাধীক বার অসহায় শ্রমিকগণদের বাড়িতে বাড়িতে গোপনে নগদ টাকা,স্বাস্থসামগ্রী,খাদ্যসামগ্রী বিতারন করেন।শ্রমিকগণের বিপদ আপদের কথা সুনলে যেন মাথায় কাজ করে না এ শ্রমিক নেতা মো:মশিয়ার বিশ্বাসের।এদিকে,শ্রমিকদের কারো মৃত্যু ঘটলে সাথে সাথে ছুটে চলে যান তার বাড়িতে খোজঁখবর নেন কোন সময় কি লাগবে,এ যেন মহানায়কে পরিনত।এমন কর্মকার্ডে কাধেঁ কাধঁ মিলিয়ে পাশে পাওয়ার জন্য আগামি শ্রমিক ইউনিয়ন নির্বাচনে শ্রমিক ইউনিয়নের পিতার আসনে বসাতে মরিয়া হয়ে উঠেছেন শ্রমিকগণ।মশিয়ার বিশ্বাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে মধ্যেই একটু আনন্দ দেয়ার জন্য বাসযোগে বা নৌকা ভ্রমনে নিয়ে যান।শ্রমিক নেতা মশিয়ার বিশ্বাসের কথা এ যেন বলে শেষ হবার নয় বলে জানান ইউনিয়নের একাধীক শ্রমিকসহ নেতাগণ।